Friday, January 30, 2009

জী’মৃতদের দেশে - অলোক-১৪১১

জীমৃতদের দেশে

আহমদ রেজাউল মোস্তফা

সপ্তম শ্রেণী

অলোক-১৪১১


হাজার মৃত মানুষের মাঝে দাঁড়িয়ে আমি

যারা ঘিরে দাঁড়িয়ে আমার চারিপাশে

যারা জিবীত হয়েও মৃত

আমি কেমনে করি তাদের সাথে বাস ।

যারা আনন্দ পায় ধবংস করে

তারা কেমনে করিবে সৃষ্টিশীল কাজ ।

তবে একি!

যারা করেছে ধবং

তারাই করেছে সৃষ্টিশীল কাজ ।

বসে থাকি আমি একলা মেঝের উপর

চারিপাশে ধোঁয়াটে হয়ে আসে

জনবসতি বিলুপ্ত হয় যেন

আকাশ পাতাল কুতসিত হাসি হাসে ।

সূর্য যখন চলে যায় বহু দূরে

অন্ধকারেরা আসে

তাকায় আমার দিকে রহস্যময় চোখে ।

ম্রিত মানুসের দেশে আমার বাস

তাই তাদের সাথে কাটিয়ে দেব সারারাত ।


No comments:

Post a Comment