Friday, January 30, 2009

আধুনিকতা......

আধুনিকতা......

-তালাল আসাদ

আধুনিকতা কি কোন এক ঐতিহ্য, একট্টা কোনো কাঠামো নাকি এক সমম্বিত এক সেট ব্যবহারিক Ávb এটা ঠিক করাই একটা সমস্যা। যদি গড়েহরিবলে তারা একসঙ্গেই থাকে তারপরও প্রশ্ন থাকবে, এটা কি নৈতিক তাগিদ নাকি ব্যবহারিক বিষয় । যখন আমরা বলি- এই যাপন, এই সমাজ এই মানুষটি আধুনিক- তখন আসলে কিসের ভিত্তিতে তা মাপি? এই মাপকাঠিরিই বা উতপত্তি কিভাবে? এটা কি শুধু বর্ণাত্মক নাকি আদর্শগত? বর্ণাত্মক হলে কোনো অক্ষয় সত্যের সাথে তার কোনো সম্পর্ক আছে? যদি নীতি-আদর্শের ব্যাপার হয় তাহলে কতৃত্ব কার কাছে? আধুনিকতা এক না বহু এই প্রশ্নের মিমাংসা করবার আগে এসব উত্তর জানা দরকার । যদি আধুনিকতা একটাই হয় তাহলে তা কি পশ্চিমিকরণের প্রক্রিয়া থেকে আলাদা করা যাবে, নাকি যাবে না? কোনো দার্শনিক বা সমাজবিÁvনীর কাছেই আমি এর কোনো সদুত্তর পাই নি ।

জী’মৃতদের দেশে - অলোক-১৪১১

জীমৃতদের দেশে

আহমদ রেজাউল মোস্তফা

সপ্তম শ্রেণী

অলোক-১৪১১


হাজার মৃত মানুষের মাঝে দাঁড়িয়ে আমি

যারা ঘিরে দাঁড়িয়ে আমার চারিপাশে

যারা জিবীত হয়েও মৃত

আমি কেমনে করি তাদের সাথে বাস ।

যারা আনন্দ পায় ধবংস করে

তারা কেমনে করিবে সৃষ্টিশীল কাজ ।

তবে একি!

যারা করেছে ধবং

তারাই করেছে সৃষ্টিশীল কাজ ।

বসে থাকি আমি একলা মেঝের উপর

চারিপাশে ধোঁয়াটে হয়ে আসে

জনবসতি বিলুপ্ত হয় যেন

আকাশ পাতাল কুতসিত হাসি হাসে ।

সূর্য যখন চলে যায় বহু দূরে

অন্ধকারেরা আসে

তাকায় আমার দিকে রহস্যময় চোখে ।

ম্রিত মানুসের দেশে আমার বাস

তাই তাদের সাথে কাটিয়ে দেব সারারাত ।