১৫ মে ২০০৩
মুহাম্মদ সঃ সারাজীবনে অন্যের সারাজীবন নিয়ে চিন্তিত ছিলেন
মানুষের জন্য নিজের দন্ত শহীদ করেছেন
কল্যাণদেশের অধিপতি বলেছিলেন ভয় নেই
কেবল শুষ্ক খেজুর খেতেন আমিনা তাঁর আমি সন্তান
আমরা রাসূলকে ভয় করি না
মুহাম্মদ সঃ সারাজীবনে মিথ্যে বলেননি
পুঁজিকে ধর্ম করে মুসার পথকে লংঘন করেছে ইহুদিরা
তারা সম্পদের উদ্বৃত এনে মুহাম্মদের কাছে জমা দিতেন
আমরা তাঁকে জানি
মুহাম্মদ সঃ সারাজীবনে চক্রান্ত করেননি
শিল্পের মিথ্যাচারের চাইতে জীবনের সংগত সত্যকে
তিনি মূল্য দিয়েছেন আর এক ভ্রান্ত কবিকে হত্যার আদেশ
আমরা তাঁকে ভালোবাসি।
No comments:
Post a Comment