উচ্চ শিক্ষার ...
কার্ল মার্ক্স
কার্ল মার্ক্স
ইউজিসি সম্প্রতি উচ্চ শিক্ষার কল্যাণে !? যা প্রস্তাব করেছেন তাতে মনে হচ্ছে তারা বংলাদেশের উচ্চ শিক্ষা নামক ব্যবস্থাকে ইরেজার দিয়ে মুছে দিতে চাচ্ছেন। তার সাথে যোগ হয়েছে দাতা সংস্থার পরামর্শ। এতে দর্শন, বিজ্ঞান, কলা এসব বিশ্ববিদ্যালয়ে বন্ধের সুপারিশ করেছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুদান বন্ধের পরামর্শ দেয়া হয়েছে।
বর্তমান শিক্ষা মন্ত্রী এক সময়ে ছাত্র ইউনিয়নের নেতৃত্ব পর্যায় ছিলেন...
তাই এ বিষয় গুলো তার দ্রুত বোঝা এবং সমাধান করা দরকার।
সব কথার আসল কথা হলো যে সব দাতা সংস্থা এসব কু পরামর্শ দেয় এদের জোরপুর্বক এখান হতে ক্লোজ করতে হবে নয়তো হাতে কলমে
শায়েস্তা করতে এগিয়ে আসতে হবে, কলম আর লাঠি সমানে চালাতে হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুদান বন্ধের পরামর্শ দেয়া হয়েছে।
বর্তমান শিক্ষা মন্ত্রী এক সময়ে ছাত্র ইউনিয়নের নেতৃত্ব পর্যায় ছিলেন...
তাই এ বিষয় গুলো তার দ্রুত বোঝা এবং সমাধান করা দরকার।
সব কথার আসল কথা হলো যে সব দাতা সংস্থা এসব কু পরামর্শ দেয় এদের জোরপুর্বক এখান হতে ক্লোজ করতে হবে নয়তো হাতে কলমে
শায়েস্তা করতে এগিয়ে আসতে হবে, কলম আর লাঠি সমানে চালাতে হবে।
No comments:
Post a Comment