Thursday, April 9, 2009

আহা বিদ্যুৎ...

আহা বিদ্যুৎ...
কার্ল মার্ক্স

সরকার যায় সরকার আসে কিন্তু বিদ্যুৎ সমস্যা যে লাউ সে কদু।
বহুত উপদেশ পরামর্শেও কোন কাজ হয় না এমন কি ফখরুদ্দী‌‌'র জরুরী
সরকারও দুর্নীতির বিরুদ্ধে কথা কথা বলে নিজেরাও এ সমস্যার
কিছুই করতে পারে নাই।

সক্কলে ব্যার্থ , কিন্তু আজ আমি এমন একটা কাজ করতে বলবো যা করলে অতি দ্রুত এর সমাধান হবে, বিফলে সকল চ্যালেজ্ঞ বা শাস্তি মাথা পেতে নেব...

কামটা হলো ফকির, মইনু সহ সকল মাথা বা পালের গোদাদের বাসায়+কর্মক্ষেত্রে প্রতিদিন মাত্র ৬ ঘন্টা লোড শেডিং করতে হবে।
দেখবেন কেমনে কাম হয়...
তবে গরম কালে করলে দ্রুত ফল হইতো...

বিদ্যুত বিভাগের কোন ভাই এ মহৎ কাজে এগিয়ে এসে জাতিকে উদ্ধার করতে পারেন...


No comments:

Post a Comment