Tuesday, April 7, 2009

হ য ব র ল

হ য ব র ল
কার্ল মার্ক্স

চমৎকার একখান সময় পার করতাছি। কেউ মূর্তি ভাংগে আবার কেউ মাদ্রাসার পোলাগোরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পথ সিস্টেম দিয়া বন্ধ করে।
কি যে একখান সময়... এরই মাঝে আবার কেউ কেউ সুযোগ বুইঝা ফাফর লইয়া কি যে কইবার চায়...!!!
রাতে বইয়া যে পড়ুম তারও উপায় নাই, কারেন্ট নাই,
সকালে ভার্সিটিতে যামু ... বাস ভাড়া তো কমার কতা তেলের দাম কমছে কইলো ... ফকির কাকু আসলেই ফকিন ... তার কতা কেডা হুনে...

দুপুরে খাবার নাই, কারণ চুলায় গ্যাস নাই... কোন হালায় কইছিলো বাংলাদেশ গ্যাসের উপর বাসতাছে,
কবি রাইসু একখান কতা কইছিলো, আমরা নাকি গ্যাস পুজা শুরু করছি, ঐ যে শিখা কি যেন...
আমার চুলায় গ্যাস নাই, মগর ঐখানে জ্বলে কেমতে?

লালন মূর্তি লইয়া কি একখান সংস্কৃতিক জোস দেখলাম, আমাগো দেশ পেরেম বারতাছে... যদিও জাদুঘরের মূর্তি চুরি লইয়া হালকার উপর ঝাপসা দু একখান কথা হইছিলো...


আসলে কি যে করি... এত এত দেশ পেরেম...

কারে লইয়া দেশ ?
মানুষ না অন্য কিছূ দিয়া...

No comments:

Post a Comment