Friday, April 10, 2009

কয়েকখানা সূফী ঐতিহ্য

কয়েকখানা সূফী ঐতিহ্য
সংগ্রহীত
(১)
এক জন সূফী আর নবীর পার্থক্য হল: সূফি মিরাজের পর দুনিয়াতে ফেরত আসবেন না কিন্তু নবী ফিরবেন কারণ তাকে ইতিহাসের ঘন্টাকে দুলিয়ে দেয়ার দায়িত্ব নিতে হয়; এভাবেই আল্লামা ইকবাল তার জবানে গূঢ় ইশারা সারেন। উভয়ই মানুষ মাত্র......

(২)
একবার নাকি হাসান বসরী (রাঃ) হযরত রাবেয়া বসরীকে বিয়ের প্রস্তাব করেন। তখন নাকি রাবেয়া বসরী প্রস্তাব করেন যদি তাকে হাসান বসরী খুঁজে বের করতে পারেন তবেই তিনি তাকে বিয়ে করবেন। হাসান বসরীও ছিল শর্তে রাজী। তিনি ছিলেন সেই যুগের অন্যতম বুযর্গ আর উচ্চ মার্যাদার সূফী। তাঁর জন্যে ব্যাপারটা ছিল ডাল ভাত। কিন্তু হযরত হাসান বসরী শেষ পর্যন্ত হেরে গিয়েছিলেন। সারা জাহান খুঁজেও তিনি রাবেয়া বসরীকে খুঁজে বের করতে পারেননি। কারণ যখন তিনি হযরত রাবেয়া বসরীকে চৌদ্দ হাজার জগতে আতিপাতি করে খুঁজে বেড়াচ্ছেন তখন তাপসী রাবেয়া পরম সুখে আল্লাহ্‌র রাসূলের বুকের ভেতর লুকিয়ে আধ্যাত্যিক জগতের চরম স্তরে পৌছে গিয়েছিলেন.........

No comments:

Post a Comment