Saturday, May 23, 2009

সঙ্গী

সঙ্গী
আব্দুল ওয়াহেদ

নিরবতায় বসে থাকি। চোখ মুদে সুখ খুঁজে পাই। ভাঙ্গা আয়নাটা খুঁজি, নিজের চেহারাটা দেখতে ইচ্ছে করে। খুঁজে পাই না।

বাতাসের ফিসফিসানিতে জেগে উঠি। ধাতস্থ হতে সময় লাগে। সেকেন্ডের কাঁটা খসে যাওয়া রেডিয়াম ডায়ালের ঘড়িটা জানান দেয় রাত দুই পয়ঁত্রিশ মিনিট।

কুকুরটা আমার পাশে পাশে চলছে। কেন? জানি না। এমন গভীর রাতে একবার তাবলীগের একটা দলের সাথে দেখা হয়েছিলো। একজন বলেছিলো, এতরাতে একা চলবেন না। যদি চলতেই হয় হাত একটা লাটি অথবা ম্যাচ রাখবেন। হুম, আমি একা না।

আমি কুকুরটিকে বললাম, কিরে কি খবর?
ফিরে তাকালো যেন। তারপর চাদেঁর দিকে তাকিয়ে হাঁক ছাড়ল। কেন? কে জানে? প্রকৃতির সাথে কথপোকথনে হয়ত জীব জন্তু'র নিজস্ব ভাষা আছে। চাঁদেরও কি প্রতিউত্তর দেয়ার ক্ষমতা আছে? হয়ত আছে। মানুষেরও হয়ত কোন এককালে ছিলো, আজ তা হারিয়ে গেছে। আমি তো প্রকৃতির ভাষা জানি না। তবে কুকুর'টা আমার পাশাপাশি চলছে কেন? সে কি ভাবছে আমার মতো অবোধকে বিজন প্রকৃতি একা ছেড়ে দেয়া ঠিক না।

আকাঁ বাকাঁ পাহাড়ী পথ হওয়ায় চাদেঁর রহস্যময়তা সমতল প্রকৃতিতে যেমন ধরা পড়ে তেমন না, অন্যরকম কিছু। পাহাড়ী ঢালুতে থাকা গাছের ছায়ায় হাটছি। জোসনা ধরা যায় আবার যায না, লুকোচুরি খেলছে। হাত বাড়িয়ে জোসনা ধরলাম। নরম নরম একটা ভাব। কি বলছি! আলো ধরা যায় আবার নরমও হয়! আবার ধরতে গেলাম আর তখনি মেঘের আড়ালে চাঁদ হারিয়ে গেলো।

কুকুরটা যেন বিভ্রান্ত হয়ে হাঁক ছাড়ল।
বললাম, ব্যাটা চুপ যা! রাত এখনো অনেক বাকী।

বাতাসের ফিসফিসানি যেন বেড়ে চলে। ভয় পেয়ে উঠি।
এতোক্ষন পাশাপাশি থাকলেও কুকুর'টা এখন সামনে সামনে চলছে। পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আগে ভেবেছিলাম আমার সঙ্গই তাকে টেনে এনেছিল, এখন দেখছি তার সঙ্গই আমাকে টেনে এনেছে।

Pet flakes export thrives on slum boys’ collection


Pet flakes export thrives on slum boys’ collection

Abandoned and thrown away pet bottles collection has become a good earning source for thousands of slum boys in the capital owing to thriving shipment of the pet flakes by local recycling entrepreneurs to China and Thailand.
The boys collect pet (polyethylene tube) bottles from every nook and cranny of the capital and dumping grounds and sell them to earn some bucks to assist their families.
In and around Dhaka, there are around 200 recycling factories which collect the waste pet bottles from these primary collectors (slum boys) directly or indirectly, said Bangladesh PET Flakes Manufacturers and Exporters Association president Sarwar Wadud Chowdhury.
‘Although these recycling units were not seen even a half-decade ago, they are now shipping out over 20,000 tonnes of pet flakes to Thailand and China every year,’ he said.
The international market price of the exported pet flakes will be not less than US$10 million. More people are setting up recycling plants in Bangladesh as the export business is growing by at least 15 per cent annually.
The exported flakes are in high demand in China and Thailand where many industrial units use them as raw materials for clothing, pillows, carpets and polyester sheets, he added.
Naser, who operates a junk shop in the city’s outskirts at Matuail, said they purchase per kilogram of pet bottle at Tk 20-25 from the street urchins and sell them to the recycling entrepreneurs for Tk 35-40. The price of caps of the pet bottles is high. Every single cap is selling at Tk 1.
Nowadays, the street urchins and slum boys have become main providers of pet bottles as it gives them good return at the end of the day, he added.
Raju, who was waiting to sell his collection in front of Naser’s junk shop, said he lives in a slum near the Kamalapur railway station.
‘I give the money to my father who is a day labourer,’ said Raju, adding that the income meant much for his family.
Raju said there are at least 100 slum boys who collect pet bottles and waste plastic bottles from the nearby areas of the railway station.