Thursday, February 26, 2009

সত্য বৈ মিথ্যা বলিব না

সত্য বৈ মিথ্যা বলিব না- আবদুল ওয়াহিদ

যাহা বলিব সত্য বলিব, সত্য বৈ মিথ্যা বলিব না। আমি আমার বিবেককে স্বাক্ষী রাখিয়া কসম করিতেছি ইচ্ছাপূর্বক সত্য গোপন করিব না অথবা পাশ কাটাইয়া যাইব না।
জনাব,
আপনি পরম সত্য কথাটি উচ্চারণ করেছেন কিন্তু সত্য উক্তি করেন নাই। আপনি কিরুপে জানতে পারলেন সত্যকে সত্যরুপে জানেন। আলবত জানেন কিন্তু আমি বিশ্বাস করব না। আমি নৈরাশ্যবাদী নই।
সমাজ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম-সাম্প্রদায়িকতা নানাবিধ বাহাসের ভেতর লক্ষ্য করি সবাই সত্যের দিকে ধাবমান...
কিরুপে??


No comments:

Post a Comment